কালীগঞ্জ শহীদ নূর আলী কলেজের  সভাপতি হামিদুল ইসলাম হামিদ

লেখক: হুমায়ুন কবির
প্রকাশ: 4 weeks ago

 কালীগঞ্জ,ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শহীদ নূর আলী কলেজের গভর্নিং কমিটির সভাপতি মনোনিত হয়েছেন হামিদুল ইসলাম হামিদ। তিনি
কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক। ২৮ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার
স্বাক্ষরিত এক পত্রে তাকে সভাপতি মনোনয়নের বিষয়টি জানানো হয়।
উক্ত চিঠিতে বলা হয় কলেজের বর্তমান এডহক কমিটির সভাপতি মো. লুৎফর রহমানকে পরিবর্তন করে হামিদুল ইসলাম হামিদকে সভাপতি হিসাবে মনোনয়ন দেওয়া হলো। কালীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হামিদুল
ইসলাম হামিদকে সভাপতি মনোনিত করায় রাজনৈনিতক নেতা, অভিভাবক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা হামিদকে অভিনন্দন জানিয়েছেন।
হামিদুল ইসলাম হামিদ জাজান, আমার লক্ষ্য একটায়, ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পরিবেশের উন্নয়ন ঘটিয়ে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে উৎসাহিত করা। এ জন্য তিনি কালীগঞ্জবাসীর নিকট সহোযোগিতা এবং দোয়া চেয়েছেন।
error: Content is protected !!