কালীগঞ্জ পৌরসভার সড়ক বাতি স্থাপনে দুর্নীতির তদন্ত শুরু 

লেখক: হুমায়ুন কবির
প্রকাশ: 2 weeks ago

কালীগঞ্জ,ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ১১২ টি সৌর সড়কবাতি স্থাপনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উল্লেখ করে সংবাদ প্রকাশ হওয়ায় তদন্ত শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।
“কালীগঞ্জ পৌরসভার ১১২ টি সৌর বিদ্যুতের সড়ক বাতি স্থাপনের দুর্নীতির অভিযোগ” শিরোনামে ৮ ডিসেম্বর রোববার “দৈনিক খবরপত্রে” – এ সংবাদ প্রকাশের জেরে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ওই দিনই  কালীগঞ্জ পৌরসভার প্রশাসক দেদারুল ইসলাম স্বাক্ষরিত ৬০৯ নং স্মারকে  পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে   তদন্ত প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন পৌর নির্বাহী প্রকৌশলী কবীর হাচানকে।উক্ত পত্রে উল্লেখ করা হয়েছে, পৌর এলাকায় ১১২ টি সড়ক বাতি স্থাপনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়। উক্ত সংবাদ প্রকাশের ফলে অত্র দপ্তরের ভাবমূর্তি ক্ষুন্ন  হয়েছে।
উল্লিখিত প্রকল্পের ১১২ টি সড়ক বাতি কোন কোন স্থানে স্থাপন করা হয়েছে এবং স্থাপিত সবগুলো বাতিল প্রকল্পের শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত সক্রিয় আছে কিনা আর থাকলেও কতটি বাতি সক্রিয় এবং কতটি নিষ্ক্রিয় তা তদন্তপূর্বক প্রতিবেদন আগামী ৭ কর্ম দিবসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। উল্লেখ্য, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কালীগঞ্জ পৌরসভা কর্তৃক বাস্তবায়নাকৃত “গ্রিন হাউজ গ্যাস নিরসন কমানোর লক্ষ্যে কালীগঞ্জ পৌর এলাকার সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন”শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন কালীগঞ্জ পৌরসভা নির্বাহী প্রকৌশলী কবির হাচান।
এই প্রকল্পে প্রায় দেড় কোটি টাকা ব্যয় দেখানো হয়। বরাদ্দের সম্পূর্ণ অর্থ ব্যয় না করে নানা অনিয়ম এর মাধ্যমে সৌর সড়ক বাতি প্রকল্পটি থেকে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
error: Content is protected !!