প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৪, ২০২৩, ১:২৩ অপরাহ্ণ
কালীগঞ্জ পৌরসভায় জনদুর্ভোগ কমাতে আরসিসি রাস্তা নির্মাণ শুরু
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা ২০২২-'২৩ অর্থবছরে "কোভিড নাইনটি " প্রোজেক্টের অধীনে তিনটি ওয়ার্ডে পাঁচটি আরসিসি রাস্তা নির্মাণ কাজ শুরু করেছে। ১ হাজার ৭৫ মিটার আরসিসি রাস্তা নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে মোট ১ কোটি ৯ লাখ ১ হাজার ৩শত ২০ টাকা। আর এই রাস্তা পাঁচটি নির্মাণকাজ বাস্তবায়ন করছে মেসার্স মুনিয়া এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মিত রাস্তাগুলোর মধ্যে রয়েছে পৌর এলাকার আনন্দবাগ গ্রামের পাকা রাস্তা হতে কবিরের বাড়ি পর্যন্ত ১১৫ মিটার,আড়পাড়া গ্রামের মুসা মিয়ার বাড়ি হতে লুৎফর রহমানের বাড়ি পর্যন্ত দুইটি কালভার্টসহ ৩৪৫ মিটার,চাপালি গ্রামের প্রাইমারি স্কুল হতে বেলতলা পর্যন্ত ১৯৭ মিটার,কলেজপাড়া গ্রামের খ্রিস্টান মিশন হতে বিজন মাস্টারের বাড়ি পর্যন্ত ১০০ মিটার এবং খয়েরতলা কবরস্থান থেকে সাইদুরের বাড়ি পর্যন্ত দুইটি কালভার্টসহ ৩ শত ১৮ মিটার রাস্তা ।
কলেজ পাড়ার বাসিন্দা সুবাস মজুমদার বলেন, আমার বাড়ির সামনের এর রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অন উপযোগী ছিল।পৌরসভার পক্ষ থেকে রড সিমেন্ট দিয়ে এই রাস্তাটি পুনঃ নির্মাণ করায় আমি সহ আশপাশের সকলেই অনেক খুশি।
কালিগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, পৌর এলাকার সকল আরসিসি রাস্তা বালি ফেলে তার উপর ইটের খোয়া দিয়ে ঢালাই পূর্বক রড বেঁধে তার উপর পাথরের ৬ ইঞ্চি ঢালাই দিয়ে নির্মাণ করা হচ্ছে। রাস্তাগুলো পূর্বের নির্মিত রাস্তার থেকেও অনেক বেশি টেকসই হবে।
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, পৌরবাসী যাতায়াতের দুর্ভোগ কমাতে এই অর্থবছরে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে আরসিসি রাস্তা নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। টেকসই এই সকল রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হলে পৌরবাসীর দুর্ভোগ লাঘব বলে আমি মনে করি।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com