ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামে থেকে ৫৮ পিস ইয়াবা ও নেশার কাজে ব্যবহৃত তামাক আটক করেছে স্থানীয় গ্রামবাসী। ৮ সেপ্টেম্বর রবিবার রাতে দেবরাজপুর গ্রামের মাঝপাড়া থেকে এসব মাদক দ্রব্য উদ্ধার করে দেবরাজপুর গ্রামের সাধারন জনগন ।
জানাগেছে , দেবরাজপুর গ্রামের কালু খা’র ছেলে জসিম দীর্ঘদিন মাদক
সেবন ও ব্যবসা করে আসছিল । তার কারনে এলাকার অনেক যুবক মাদকাসক্তও হয়েছে ।
গ্রামের মানুষ তাকে বার বার সতর্ক করা সত্বেও সে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এরপর রবিবার রাতে গ্রামের মানুষ একত্রিত হয়ে জসিমের
মাদকের আস্থানায় হানা দিলে সে দৌড়ে পালিয়ে যাই এবং তারা সেখানে থাকা মাদক উদ্ধার করে ।
দেবরাজপুর গ্রামের বাসিন্দা মান্নান শিকদার বলেন, জসিমের কারনে আমাদের গ্রামের অনেক যুবক আজ মাদকে আসক্ত ।
আমরা তার কাছ থেকে ইয়াবা ও তামাক উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশকে জানিয়েছি । কালীগঞ্জ থানার এসআই গিয়াস উদ্দিন জানান , আমারা সংবাদ শুনে
ঘটনাস্থলে যেয়ে ৫৮ পিস ইয়াবা ও কিছু তামাক উদ্ধার করেছি । এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি ।