হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তর সারাদেশের ন্যায় ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার পৌরসভা ও ১১ টি ইউনিয়নে একটি করে মোট ১২ টি কিশোর-কিশোরী ক্লাব স্থাপন করে তাদের মাঝে নানা ধরনের শিক্ষা ও সুযোগ-সুবিধা প্রদান করছে। ফলে কিশোর বয়সেই এই ক্লাবের সদস্যরা জ্ঞানের আলোয় নিজেদেরকে আলোকিত করতে সক্ষম হচ্ছে। কালীগঞ্জ পৌরসভার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইউনিয়ন সমূহের যথাক্রমে দুর্গাপুর, উল্লা,কামালহাট, বলরামপুর, বড় সিমলা, বালিয়াডাঙ্গা, দুলাল মুন্দিয়া, মালিয়াট, বাদুরগাছা, নিত্যানন্দী ও বগেরগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০১৯ সালের ২৪ নভেম্বর কালিগঞ্জে ১২ টি কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম সারা দেশের সাথে একযোগে শুরু হয়। প্রতিটি ক্লাব নয় থেকে আঠারো বছর বয়সী ১০ জন কিশোর এবং ১০ জন কিশোরীর সমন্বয়ে গঠিত। এসব ক্লাবের কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে একজন করে সঙ্গীত ও আবৃত্তি শিক্ষক, একজন জেন্ডার প্রমোটার ও সুপারভাইজার পদে নিয়োগ প্রাপ্ত জনবল।উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয় থেকে ক্লাবগুলোর জন্য দাবার কোট লুডুর বোর্ড , তবলা, হারমোনিয়াম,ক্যারামবোর্ড ও বিভিন্ন ধরনের বই সরবরাহ করা হয়। কালীগঞ্জের এই কিশোর-কিশোরী ক্লাব গুলোতে জীবন গঠনমূলক নানা শিক্ষা দেওয়া হয়। বিশেষ করে বয়সন্ধিকালীন নানা বিষয়ে সেখানে খোলামেলা আলোচনা হয়।এতে করে কিশোর-কিশোরীদের মনে ভীতি ও সংকর অনেকটা কেটে যায়। সারাদেশে ৪ হাজার ৫ শত ৫৩ টি ইউনিয়ন ও ৩ শত ৩০ টি পৌরসভায় সর্বমোট ৪ হাজার ৮ শত ৮৩ টি ক্লাবে বাস্তবায়ন হচ্ছে কিশোর-কিশোরী ক্লাব। এসব ক্লাবের মাধ্যমেই বাস্তব জীবনের নানা শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে কিশোর-কিশোরীরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছে।
সরজমিনে কালিগঞ্জ পৌর এলাকার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর-কিশোরী ক্লাবে যেয়ে দেখা যায়, কিশোর-কিশোরীরা দেশাত্মবোধক গান শিখছে। এসময় পঞ্চম শ্রেণীর ছাত্রী তানজিনা ও একই শ্রেণীর সাকিবুর রহমানের সাথে কথা হলে তারা জানায়, এই ক্লাবের মাধ্যমে আমরা প্রতিনিয়ত নতুন নতুন অনেক কিছু শিখছি। কিশোর-কিশোরী ক্লাবে আসতে ভালোই লাগে। আমরা সবাই মিলে অনেক ভালো ভালো বিষয়ে আলাপ আলোচনা করি,গান শিখি, আবৃত্তি শিখি, মাঝেমধ্যে কেরাত প্রশিক্ষণও নেয়। সবমিলিয়ে ভালোই লাগে।
উপজেলার রায়গ্রাম ইউনিয়নের দুলাল মুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার সুলতানার সাথে কথা হলে তিনি বলেন, কিশোর-কিশোরীদের মেধা বিকাশে আমার বিদ্যালয়ে গঠিত ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অবসর সময়ে তারা ভালোকিছুর সাথে যুক্ত থাকছে।
কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: তসলিমা বেগম জানান,কিশোর-কিশোরী ক্লাব গঠনের মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েরা সৃজনশীল কাজে নিয়জিত থাকে। কিশোর-কিশোরীদের চরিত্র গঠন ও মেধাবিকাশে এই ক্লাবের ভূমিকা অনন্য। কালিগঞ্জ উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের" ক্লাব ম্যানেজমেন্ট কমিটির " সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন ,কিশোর-কিশোরী ক্লাব গঠন করার মূল উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্মকে উপযুক্ত করে গড়ে তোলা। বর্তমানে কিশোর-কিশোরীরা নানা দিকে ঝুকে যাচ্ছে। বিশেষ করে মোবাইলের মাধ্যমে ইন্টারনেট দুনিয়ায় তাদের অবাধ বিচরণ ঘটছে। অনেক ক্ষেত্রে যার খারাপ প্রভাব পড়তে দেখা যায় কিশোর-কিশোরীদের উপর। এরকম একটি সময়ে কিশোর-কিশোরীরা ক্লাব কেন্দ্রিক নিজেদেরকে ভালো কাজের সাথে যুক্ত করে নানাকিছু শিখছে।