হুমায়ুন কবির, কালীঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের সিংগী গ্রামের একই পরিবারের তিন ভাই
বোন প্রতিবন্ধী ।বড় ভাই লিপন দাসের (৩৮) একটি পা সুস্থ স্বাভাবিক না হলেও ভ্যানগাড়ি চালিয়ে দুই যুগের বেশি সময় বিছানায় পড়ে থাকা বোন লিপি দাস (২৭) ও ভাই শিমুল দাস (২৩) সহ নিজের পরিবারের জীবন জীবিকার জন্য প্রতিনিয়ত ব্যাটারি চালিত ভ্যানগাড়ি চালাতো হয় ।
অসহায় এ পরিবারের দূরঅবস্থা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে প্রতিবন্ধী তিন ভাই বোনের কষ্টে দিনযাপনের গল্পটি সকলের সামনে আসে। থাকার জন্য ঘর না থাকাটা ছিল প্রতিবন্ধী এই পরিবারের জন্য সবথেকে বড় প্রতিবন্ধকতা। পরবর্তীতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের নজরে এলে তার তত্বাবধানে ,কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ এস এম জাহাঙ্গির সিদ্দিকি ঠান্ডুর ,স্থানীয় বেসরকারি সংস্থা “সোনার বাংলা ফাউন্ডেশন” এবং সিংগী গ্রামের বিশিষ্ট সমাজসেবক তরিকুল ইসলাম তুহিন সহ অনেকের সহযোগীতায় প্রায় ১ লক্ষ টাকা ব্যয়ে প্রতিবন্ধী ভাই-বোনদের জন্য একটি নতুন পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয় ।ঘরটি গতকাল ১১ জানুয়ারী দুপুর ১ টার দিকে লিপন দাসের বাড়িতে উপস্থিত হয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত জাহান ,উপজেলা পরিষদের
চেয়ারম্যান শাহ এস এম জাহাঙ্গির সিদ্দিকি ঠান্ডু ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন ,সোনার বাংলা ফাউন্ডেশনের
নির্বাহি পরিচালক শিবু পদ বিশ্বাস ।নতুন ঘর পেয়ে লিপন দাস জানান , নতুন এ ঘর পেয়ে আমি অনেক খুশি । এবার আমার ভাই বোনদের নিয়ে ভালভাবে থাকতে পারবো ।নতুন ঘর হস্তান্তর শেষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন,আজ তাদের কাছে নতুন ঘরটি হস্তান্তর করতে পেরে আমি আনন্দিত । পরিবারটির প্রতি আমি খেয়াল রাখবো ।নতুন ঘর হস্তান্তর শেষে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ এস এম জাহাঙ্গির সিদ্দিকি ঠান্ডু জানান ,এ পরিবারটির আর কোন সহযোগীতা হলে ভাল হয় সে ব্যাপারে অবশ্যই খেয়াল রাখা হবে।