প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২৫, ৯:০৯ অপরাহ্ণ
কালীগঞ্জে সাবেক প্রধান শিক্ষক লুৎফর রহমানের ইন্তেকাল
ঝিনাইদহ কালীগঞ্জের সর্বজন শ্রদ্ধেও ব্যাক্তিত্ব সরকারী নলডাঙ্গা ভূষন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক ও হাজী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ... রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত ১০টায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
তিনি মৃত্যুবরণ করেন।
কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারের ফুড গোডাউন পাড়ার বাসিন্দা মরহুম লুৎফর রহমান শিক্ষকতা থেকে অবসরের পর বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্টানের সাথে যুক্ত ছিলেন।
তিনি কালীগঞ্জ উপজেলা হাজী কল্যাণ সমিতি,
মধুগঞ্জ বাসষ্ট্যান্ড জামে মসজিদ ও বলিদাপাড়া কওমী মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক ছিলেন। শিক্ষকতা জীবনে তিনি দীর্ঘদিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির দ্বায়িত্ব পালন ছাড়াও একাধিক সেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত
ছিলেন। শেষ বয়সে এসে বার্ধক্য জনিত কারনে অসুস্থ্য হয়ে পড়লে যশোরে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী. দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার জোহরবাদ মরহুমের কর্মস্থল সরকারী ভূষণস্কুল ঈদগাহ মাঠে প্রথম জানাজা ও গ্রামের বাড়ী উপজেলার রায়গ্রাম ঈদগাহ মাঠে ২য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজা নামাজে কালীগঞ্জের
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ছাত্র, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধিজনসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেয়।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com