কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, লোহার রড এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার বারবাজার ফাঁড়ি পুলিশ ঘোপপাড়া নামক সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন ঝিনাইদহের হামদহ পুলিশ লাইন পাড়ার রনি বিশ্বাস (২২), বিসিক শিল্পনগরী এলাকার জনি মন্ডল (২৫) এবং পোড়াহাটি গ্রামের আকাশ শেখ (২১)। এ ঘটনায় বারবাজার ফাঁড়ির ইনচার্জ জাকারিয়া মাসুদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বারবাজার ফাঁড়ির ইনচার্জ জানতে পারেন, একটি ডাকাত দল সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘোপপাড়া সড়কে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে হাতে নাতে আটক করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “পুলিশের তৎপরতায় তিনজন ডাকাত আটক হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বাকিদের আটকের প্রচেষ্টা চলছে।”
পুলিশের এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।