কালীগঞ্জ, ঝিনাইদহ :
"সারা বছর শুধু কাজ নয়, শ্রমিকদের জীবনে একটু বিনোদনও প্রয়োজন"- এই বিষয়টি অনুধাবন করে ঝিনাইদহের কালীগঞ্জের স্বনামধন্য ব্যাবসায়ী প্রতিষ্ঠান "মেসার্স শহীদ এন্ড সন্স"- এর আয়োজনে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়।
৮ জানুয়ারি ২০২৫ তারিখ পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত এই বনভোজনে প্রতিষ্ঠানটির সাথে যুক্ত স্যানিটারি, বোরিং এবং টাইলস বিভাগের ৬০ জন শ্রমিক অংশগ্রহ করেন।
অংশগ্রহণকারী প্রত্যেক শ্রমিককে মেসার্স শহীদ এন্ড সন্স-এর সৌজন্যে টি- শার্ট এবং খাবার প্রদান করা হয়।
শ্রমিকরা পুরো দিনটা নেচে-গেয়ে অনাবিল আনন্দ উপভোগ করেন। বার্ষিক বনভোজনে অংশ নেওয়া একাধিক শ্রমিক জানান, কালীগঞ্জের সুনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স শহীদ এন্ড সন্স- এর আয়োজনে বার্ষিক বনভোজনে কুয়াকাটায়
যেতে পেরে আমার সকলে খুব খুশি। আমরা এ বনভোজনে ব্যাপক আনন্দ পেয়েছি এবং সারাদিন আমাদের অনেক আনন্দে কেটেছে।
মেসার্স শহীদ এন্ড সন্স-এর স্বত্বাধিকারী সাব্বিরুল ইসলাম জানান, সারা বছর শ্রমিক ভাইয়েরা কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন। ভোর বেলা সামান্য নাস্তা মুখে গুজেই তারা বেরিয়ে পড়েন কাজে। আর বাসায় ফিরেন রাতের বেলা।
তাই স্বাভাবিক কারণেই তাদের বিনোদনের কোনো সুযোগ থাকে না। আর সে কারণেই অন্তত একটি দিনের জন্য শ্রমিকদের বিনোদন দেওয়ার লক্ষ্যে এই বনভোজনের আয়োজন করা ।
এ ছাড়া শ্রমিকদের বিনোদন দিতে পারলে তারা সমাজের উন্নয়নমুখী কাজে আরো অবদান রাখতে পারবেন বলে আমি মনে করি । আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।