কালীগঞ্জে রাস্তাবিহীন স্কুল পরিদর্শনে যেয়ে পাঠদান করালেন ইউএনও
লেখক:
Rakib hossain প্রকাশ: 1 year ago
হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :
ঝিনাইদহ কালীগঞ্জে পৌর এলাকার বাকুলিয়া গ্রামের অবস্থিত জহুরা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শনে যেয়ে শিক্ষার্থীদের পাঠদান করালেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। ২৭ সেপ্টেম্বর বেলা ১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়টি পরিদর্শনে যেয়ে বিদ্যালয়ের যাতায়াত ব্যবস্থা,ভাঙ্গাচোরা দুটি কাঠের সেতু, শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে খোঁজখবর নেন।এসময় তিনি বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে দেখেন। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের গনিত বিষয়ের উপর কিছুক্ষণ পাঠদান করান।শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যাপারে খোঁজখবর নেন। বিদ্যালয়টির সবথেকে বড় সমস্যা যাতায়াত ব্যবস্থা নিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলেন এবং দিকনির্দেশনা দেন।উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর “কালিগঞ্জে সরকারি স্কুল আছে, রাস্তা নেই। ঝুঁকি নিয়ে দুই ভাঙ্গাচোরা কাঠের সেতু পার হয়ে স্কুলে যাওয়া আসা করে কোমলমতি শিক্ষার্থীরা “শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। মূলত এই সংবাদ প্রকাশের পর স্বচক্ষে বিদ্যালয়টিতে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের যাওয়া আসার রাস্তাটি পরিদর্শনের জন্যই কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়টি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জহুরা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন খান, সহকারী শিক্ষক গোলাম মোরশেদ, সায়মা রহমান, তাসলিমা খাতুন ও শামীমা রহমান।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, যাতায়াত ব্যবস্থার জন্য রাস্তা না থাকার কারণে বিদ্যালয়টিতে যাওয়া আসার জন্য সকলের বেশ দুর্ভোগ পোহাতে হয়। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে রাস্তার জন্য জমি সংক্রান্ত জটিলতার নিরসন হবে এবং স্কুলে যাতায়াতের রাস্তাটি নির্মিত হবে।