কালীগঞ্জে যুবকের ঝুলন্ত মরাদেহ উদ্ধার 

লেখক:
প্রকাশ: 1 year ago

হুমায়ুন কবির,কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের পিরোজপুর শিশুতলা নামক এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ ।মৃত যুবকের নাম বকুল কর্মকার (৩২) এবং তিনি  ময়মনসিংহের ত্রিশালের  বাসিন্দা বলে পুলিশ প্রাথমিকভাবে  জানিয়েছে । প্রত্যক্ষদর্শীরা জানান ,রোববার সকালে যশোর – বারবাজার মহাসড়কে পিরোজপুর শিশুতলার পাশে  মাঠের ভিতর বৈদ্যতিক খুটিতে এক যুবকের মরাদেহ দেখে
স্থানীয়রা প্রথমে বারবাজার হাইওয়ে থানা পুলিশকে জানালে তারা  ঘটনাস্থলে যায় ।পরে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম  ঘটনাস্থলে পৌছে মরদেহটি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে  সনাক্তের চেষ্টা করে ।এ সময় পুলিশ মৃতের মোবাইল ফোনের সূত্র ধরে মৃত যুবকের পরিচয় জানতে পারে ।  কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান  ,আমরা খবর শুনেই তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়েছি।মৃত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা জানাই বকুল কর্মকার মানসিকভাবে বিকারগ্রস্তু ছিল। মরাদেহটি উদ্ধার করে  ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।ময়না তদন্ত রিপোর্ট আসলে বোঝা যাবে হত্যার আসল কারন ।
error: Content is protected !!