হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
কালীগঞ্জ শহরের মাদক পল্লী হিসেবে খ্যাত আড়পাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদক ও অন্যান্য জিনিস সহ তিন নারীকে আটক করে ।
বৃহস্পতিবার(২১ নভেম্বর) বিকালে সেনাবাহিনী,উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং কালীগঞ্জ থানা পুলিশের একটি দল যৌথভাবে বহুল আলোচিত মাদক কারবারি জাহাঙ্গীর হোসেনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন পালিয়ে গেলেও বাড়িতে থাকা তার স্ত্রীর দিপালী বেগম, চম্পা বেগম এবং ডলি বেগমকে আটক করে। যৌথ বাহিনী আসার খবর পেয়ে নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটের প্যাকেট বাথরুমের পেনের মধ্যে ফেলে দেয়।
তাদের ঘর তল্লাশি করে এ সময় যৌথ বাহিনী নিষিদ্ধ মাদক ভেজা ইয়াবা ট্যাবলেটের প্যাকেট, ফেনসিডিলের ১৬ টি খালি বোতল, ৭টি মোবাইল ফোন, ২টি পাসপোর্ট এবং নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করে।
ইতিপূর্বে কালীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।মাদক উদ্ধারে যৌথ অভিযানের নেতৃত্ব দেন মেজর আকিকুর রহমান রুশাদ ।
এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, এস আই মহিদুল ইসলাম এবং সেনা ও পুলিশ সদস্যরা। কালীগঞ্জ থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানান, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।