ঝিনাইদহের কালীগঞ্জে অভিনব কৌশলে শোরুমের মাঝ বরাবর পূর্ব দিকের উপরের টিন কেটে “মাই ভিশন ইলেকট্রনিক্স পার্ক” নামের একটি শোরুমে চুরি হয়েছে। শনিবার (৯ নভেম্বর ) দিবাগত রাতের কোনো এক সময় নতুন বাজার পৌরসভা রোডে অবস্থিত শোরুমটিতে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। এঘটনায় চুরির বিষয়টি উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন শোরুমের স্বত্বাধিকারী শাহাজাহান। মাই ভিশন ইলেকট্রনিক্স পার্কের স্বত্বাধিকারী শাহাজাহান জানান, শুক্রবাররাতে আনুমানিক ৯ :৩০ মিনিটের দিকে শোরুম বন্ধ করে তিনি বাড়িতে যান। পরের দিন শনিবার সকাল ৯ টায় শোরুমের তালা খুলে দোকানে প্রবেশ করে দেখি ক্যাশ টেবিল এর উপর প্রয়োজনীয় কাগজপত্র সব এলোমেল অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখি পূর্ব দিকের মাঝ বরাবর উপরের টিন কেটে অজ্ঞাত ব্যক্তিরা আমার প্রতিষ্ঠানের প্রবেশ করে।
এ সময় আমার সন্দেহ হলে ভিতরে যেয়ে দেখি আমার ক্যাশ ড্রয়ারে তালা ভেঙে ড্রয়ারে থাকা নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং হ্যান্ড পার্সে থাকা ২০০ ইউ এস ডলার চুরি করে নিয়ে যায়। কালীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) মানিক চন্দ্র গাইন জানান,শোরুমে চুরির ঘটনা শুনে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম ।
ইতিমধ্যে প্রতিষ্ঠানটি স্বত্বাধিকারী কর্তৃক একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে, আশা করছি দ্রুত সময়ের মধ্যে চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করা সম্ভব হবে।