প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৪:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৭:৩০ পি.এম
কালীগঞ্জে ভোট দিতে এসে মোটর শ্রমিকের মৃ’ত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে ভোট দিতে এসে নুর ইসলাম সজল নামে এক মোটর শ্রমিক মারা গেছেন। নিহত নুর ইসলাম মহেশপুর উপজেলার খালিশপুর মিয়া সুন্দরপুর গ্রামের মোঃ চান মিয়ার ছেলে ও খালিশপুর বাজারে একটি বাস কাউন্টার চাকরি করেন বলে জানা গেছে।
৫ ফেব্রুয়ারি কালীগঞ্জ কোটচাঁদপুর ও মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহনের দিন ছিল। এদিন দুপুরে ভোট দিতে
কেন্দ্রে আসেন তিনি । ভোটও দেন কিন্তু অতিরিক্ত ভিড় ও গরমে অসুস্থ্য হয়ে পড়েন। এসময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তার মৃত্যু হয়।
নির্বাচন পরিচালন কমিটির চেয়ারম্যান ওয়াশিকুর রহমান আজাদ জানান, মারা যাওয়ার পর আমি জানতে পেরেছি ভোট দিতে এসে একজন
শ্রমিক মারা গেছেন। প্রথমে বিষয়টি আমাকে কেউ জানায়নি। ওই শ্রমিক অসুস্থ্য হওয়ার সাথে সাথে অন্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে তার মৃত্যু হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শিশির কুমার ছানা জানান, বিকাল ৩টার দিকে কয়েকজন ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে আসেন।
হাসাপাতালে আনার পর পরই তিনি মারা যায়। আমরা ইসিজি করারও সময় পায়নি। হার্ট এ্যাটাকে মারা যেতে
পারেন বলে ধারনা করা হচ্ছে বলেও উল্লেখ করেন ডাক্তার শিশির।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।