হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালিগঞ্জ পৌর এলাকায় ১৫ মে বুধবার দুপুরে মধুগঞ্জ বাজার ও কালীবাড়ির সামনে বাজার তদারকি কার্যক্রমপরিচালনা করে ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের একটি দল।
এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উক্ত চার প্রতিষ্ঠান হলো - নিউ শান্তি মেডিকেলকে ১০ হাজার টাকা, ন্যাশনাল মেডিকেলকে ২০ হাজার টাকা, অভিলাষ সুইটসকে ৭ হাজার টাকা এবং মধু সুইটসকে ৩ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের -এর নেতৃত্বে পরিচালিত হয় বাজার তদারকিমূলক এ অভিযান।
এ সময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভা সেনেটারি ইন্সপেক্টর আলমগীর কবির এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন জেলা পুলিশের একটি টিম।
ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, জনস্বার্থে এই তদারকি কার্যক্রম চলমান চলমান থাকবে।