প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১০:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ণ
কালীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের গণপদযাত্রা পুলিশের বাধায় পন্ড
হুমায়ুন কবির , কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের ৯ দফা দাবী আদায়ের গণপদযাত্রার প্রস্তুতিকালে পুলিশী হমলায় ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশের লাটিচার্জে কমপক্ষে ৫ জন আহত হয় এবং ৫ জন শিক্ষার্থীকে আটক করা হয়। তারা হলেন, শোভন হোসেন, তৌসিফ হোসেন, নিশান, মোয়াজ সাদ। আন্দোলনকারীরা কর্মসূচী সফল করতে শুক্রবার বিকেলে শহরের মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজ মাঠে জড়ো হতে থাকে।
এরপর বিকেল ৪ টার দিকে মিছিল বের করতে গেলে পুলিশ হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে শিক্ষার্থীরা নলডাঙ্গা সড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে কোলা স্ট্যান্ডে গিয়ে সমাবেশ করে। এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে সরকার তাদের বুকের রক্ত ঝরাচ্ছে। পুলিশের গুলিতে সারাদেশে ইতোমধ্যে তাদের অনেক ভাই শহীদ হয়েছে। পঙ্গুত্ববরন করেছেন অসংখ্য শিক্ষার্থী। তারা আরও বলেন, হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। আন্দোলন দমিয়ে দিতে সারাদেশে গন গ্রেফতার চালানো হচ্ছে। নিরীহ শিক্ষার্থীদের ওপর এমন স্বৈরাচারী কর্মকান্ড
চালিয়ে চলমান আন্দোলন নিভিয়ে ফেলা যাবে না। পরে খোজ নিয়ে জানা যায়,আটকৃত ৫ শিক্ষার্থীর অভিভাবকদের থানায় ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, আন্দোলনকারীরা পুলিশের ওপর ইট পাটকেল ছুড়লে পুলিশ ৫ জনকে আটক করে থানায় আনে এবং তারা প্রত্যেকেই ছাত্র হওয়ায় তাদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয় মুচলেকা নিয়ে । তিনি আরও বলেন, আন্দোলনকে ঘিরে যে কোনো নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে কালীগঞ্জ পুলিশ।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com