কালীগঞ্জে বিএনপির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংর্বধনা প্রদান

লেখক: হুমায়ুন কবির
প্রকাশ: 21 hours ago

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ বিএনপির উদ্যোগে ৭১ এর রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংর্বধনা দেওয়া হয়েছে।

উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বুধবার সকালে শহরের থানা রোডস্থ দলীয় কার্ষালয়ের সামনে এ সংবর্ধনা অনুষ্টানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র
যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের ধানের
শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।

কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মাহবুবার রহমানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সাবেক কমান্ডার হেলাল উদ্দিন সর্দ্দার ও সেকেন্দার আলী। সংর্বধনাতে আগত কালীগঞ্জের বীর
মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের হাতে সন্মাননা স্বরুপ উপহার তুলে দেন প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ। এ সময় তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিন্ডেন্ট মরহুম জিয়াউর রহমান রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাদের পাশে ছিলেন। আপনাদের অবদান বিএনপি কখনও ভুলবে না।

অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহব্বায়ক সাইদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম
তোতা, জবেদ আলী, অহেদ লস্কর, আনোয়ার হোসেন, সেচ্ছাসেবক দলের মোহাম্মদ আলী জিন্নাহ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

error: Content is protected !!