কালীগঞ্জে বাজার মনিটরিং ও অভিযান 

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :
 ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) সকালে বাজার মনিটরিং এবং  মোবাইল কোর্ট পরিচালিত হয়। উপজেলার চাপরাইল বাজারে আলু, পেঁয়াজ ও ডিমের সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিং ও  মোবাইল কোর্ট পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাবিবুল্লাহ হাবিব । এসময় দোকানগুলোকে সরকার নির্ধারিত মূল‍্যে পণ্য দ্রব্য বিক্রয় করতে নির্দেশনা প্রদান করা হয় ও অধিক দামে বিক্রি না করার ব্যাপারে  সতর্ক করা হয়। এছাড়া চাপরাইল বাজারে মায়ের দোয়া নামক বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ‍্য উৎপাদন করা, কেক তৈরিতে পচা ডিম ব‍্যবহার করা এবং  উৎপাদিত পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ১০ হাজার
টাকা  অর্থদণ্ড প্রদান করা হয়। পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি না করা পর্যন্ত খাদ্য উৎপাদন বন্ধ রাখার নির্দেশও প্রদান করা হয় ওই প্রতিষ্ঠানকে ।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব বলেন,বাজার নিয়ন্ত্রণে প্রথমবারের মতো সরকার তিন কৃষি পণ্যের দাম বেঁধে দিয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ডিম, পেঁয়াজ ও আলু। এই পণ্যদ্রব্যের বাজার গুলোর নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ শহরের বাইরে অভিযান পরিচালনা করি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনার সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
error: Content is protected !!