কালীগঞ্জে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঈদ সামগ্রী বিতরণ 

লেখক: Rakib hossain
প্রকাশ: 8 months ago

হুমায়ুন কবির কালীগঞ্জ, ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিআইএল)এর আয়োজনে ৯ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টায় প্রতিষ্ঠানটির কারখানার সামনে ঈদ উপলক্ষে ১০০ জন কিষাণ ও কৃষাণীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, প্রতিষ্ঠানটির সেলস এন্ড মার্কেটিং বিভাগের পরিচালক মনোয়ার হোসেন হিমেল এবং প্রমোশনাল কর্মকর্তা শামীমা নাসরিন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আনোয়ারুল আজিম আনার বলেন, স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত কৃষি ভিত্তিক  কোম্পানি ফেরোমন  এর পক্ষ থেকে ঈদ উপলক্ষে কৃষাণ কৃষাণীদের ঈদ সামগ্রী বিতরণের এই আয়োজন অত্যন্ত প্রশংসার দাবি রাখে।
প্রতিষ্ঠানটি ঈদের আনন্দ ভাগাভাগি করতে যে উদ্যোগ আজ নিয়েছে তার পরিধি যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় সে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সাথে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাফল্যও কামনা করেন তিনি।
error: Content is protected !!