কালীগঞ্জে ফিল্ম স্টাইলে দিনে দুপুরে ইজিবাইক ছিনতাই 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

হুমায়ুন কবির,কালীগঞ্জ,(ঝিনাইদহ)প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুর বাজার সংলগ্ন রাস্তায় দিনে দুপুরে ফিল্ম স্টাইলে একটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার নিয়ামতপুর গ্রামের মনিরুল ইসলাম এর ছেলে ইজিবাইক চালক মমিনুরকে সাদা প্রাইভেটকারে থাকা একদল ছিনতাইকারী বারপাখিয়া মাঠ পার হয়ে আনুমানিক বেলা ১ টা ৩০ মিনিটের দিকে রাস্তার উপর তার লাল রঙের ইজিবাইকটির গতিরোধ করে। এসময় প্রাইভেটকার থেকে ৪ জন নেমে তাকে ভয়ভীতী দেখিয়ে জোরপূর্বক ডিবি পুলিশের পরিচয় দিয়ে নিজেদের গাড়িতে উঠিয়ে নিয়ে ঝিনাইদহের দিকে চলে যাই।

এর মধ্যে গাড়ি থেতে নামা ৪ জনের ১ জন থেকে যায়।ধারণা করা হচ্ছে, পরবর্তীতে ছিনতাইকারী দলের সদস্য ঐ ব্যক্তি ইজিবাইকটি চালিয়ে নিয়ে যায়।এদিকে ছিনতাই কাজে ব্যবহৃত সাদা রঙের প্রাইভেট কারটি ঝিনাইদহ বাইপাস রোডে পৌঁছালে ছিনতাইকারীরা তাকে গাড়ি থেকে রাস্তার পাশে ফেলে রেখে দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় রাতেই মমিনুর কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ছিনতাইকারীদের কবলে পড়ে মমিনুর কোনো রকমে প্রাণে রক্ষা পেলেও জীবিকা অর্জনের একমাত্র অবলম্বন ইজিবাইকটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এদিকে তার ৬ সদস্যের পরিবারে নেমে এসেছে অনিশ্চয়তা ও দুশ্চিন্তার কালো মেঘ। ১১ এপ্রিল ২০২৩ তারিখ ধার দেনা ও এনজিও থেকে লোন করে ঝিনাইদহ থেকে মমিনুরের পিতা ২ লাখ ৭০ হাজার টাকা দিয়ে ইজিবাইকটি তাকে কিনে দিয়েছিলেন। এর মধ্যে ২ লাখ টাকায় এনজিও এবং বিভিন্ন লোকের নিকট থেকে ঋণ করে জোগাড় করা ছিল বলে জানা যায়।ইজিবাইক চালক মমিনুর জানাই, কালীগঞ্জ মধুগঞ্জ বাজার ১০ তালা ভবনের সামনে থেকে ১ জন যাত্রি নিয়ে কোলা বাজারের উদ্দেশ্যে রওনা করে বারপাখিয়া মাঠ পার হতে না হতেই কয়েক মিনিটের মধ্যে ছিনতাইকারীরা আমার বেচে থাকার শেষ সম্বল ইজিবাইকটা ছিনতাই করে নিল । ইজিবাইকটি যাতে দ্রুত উদ্ধার করা যায় সেব্যাপারে পুলিশ প্রশাসনের কার্যকরী ভুমিকা রাখার দাবী জানাই।প্রত্যক্ষদর্শী এক নারী জানান,দুপুরের সময় কয়েকজন লোক পুলিশ পরিচয়ে এক ইজিবাইক চালককে তুলে নিয়ে যতে দেখেন তিনি। ছিনতায়ের ঘটনা বুঝতে না পারায় তিনি তখন অতটা গুরুত্ব দেয়নি।ইজিবাইক চালক মমিনুরের পিতা মনিরুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে জানান, দিনের বেলায় এভাবে আমার ছেলের কাছ থেকে কেনার ১ মাস ৩ দিনের মাথায় এভাবে ইজিবাইকটি ছিনতাই হয়ে যাবে ভাবতেই পারিনি।এখন ঋণের কিস্তির টাকা আমি কিভাবে দেব তা বুঝতে পারছি না।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমান মিনে জানান, ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

error: Content is protected !!