হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদরাসায় হিফজ সবক
প্রদান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাওলানা
ওবাইদুল্লাহ আশেকীর সভাপতিত্বে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ
অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও
অভিভাবকদের আমন্ত্রন করা হয়।
প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী বলেন,
সম্পূর্ণ ক্যাডেট সিস্টেমে পরিচালিত এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করে
২০২২ সালের ৮ জানুয়ারী ৩ জন ছাত্র নিয়ে। হিফজ পাঠদানসহ জেনারেল
সাবজেক্টগুলো মনযোগ সহকারে পড়ানো হয়। বর্তমানে ১৪০ জন
ছাত্র/ছাত্রীদের আনন্দঘন মনোযোগ ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় ফালাহুল
উম্মাহ ক্যাডেট মাদরাসা সুনামের সাথে প্রথম বছর পার করছে।
এ সময়ে বক্তরা সন্তানকে কুরআন শেখানোর ফজিলত ও কুরআন পড়ুয়া
শিক্ষার্থীদের দুনিয়া-আখেরাতে কল্যাণ বিষয়ে আলোচনা করেন। এছাড়া
সবক আরম্ভকারি ছাত্রদের দিকনির্দেশনামূলক উপদেশ এবং পিতামাতা ও
শিক্ষকদের প্রতি আনুগত্যশীল হওয়ার জন্য তাগিদ দেন।
এ সময়ে উপস্থিত ছিলেন,ইসলামী বিশ^বিদ্যালয়ের আল কোরান এন্ড
ইসলামিক স্টাডিজ এর প্রফেসর ড. মোঃ জালাল উদ্দীন,ঝিনাইদহ আল
সুন্নাহ ট্রাস্টেও বিভাগীয় প্রধান শায়খ মুশাহিদ আলী
চমকপুরী,চট্রগ্রাম তালিমুল কোরআন বোর্ডের প্রশিক্ষক মাওলানা ইমাম
হুসাইন,কালীগঞ্জ হফজাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ হেদায়েত
উল্লাহসহ আরো অনেকে।
আমন্ত্রিত অতিথি ও প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও খাবার
বিতরন করা হয়।