কালীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুষ্টিকর খাবার বিতরণ 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে ফয়লা গ্রামে অবস্থিত মোঃ আনোয়ারুল আজিম ও আলহাজ্ব মোঃ বদরউদ্দিন বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক ব্যায়াম এর জন্য ২ টি স্টিলের দোলনা উদ্বোধন, বিদ্যালয়ের মানোন্নয়নে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে ২৭ সেপ্টেম্বর বেলা ১১ টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মামুনুর রশিদ, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হোসেন টিপুসহ প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ শাহ আলম। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও পুষ্টিকর খাবার বিতরণ করেন। একই সাথে শিক্ষার্থীদের শরীর চর্চার জন্য বিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত দুইটি স্টিলের দোলনার উদ্বোধন ঘোষণা করেন।

মোঃ আনোয়ারুল আজিম ও আলহাজ্ব মোঃ বদরউদ্দিন বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক বিদ্যালয়টি পরিচালনা পরিষদের সভাপতি গোলাম রাসূল নানা সংকট ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, এই সমাজের সদস্য প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি আমাদের সকলেরই দায়বদ্ধতা রয়েছে।তাই যেসব প্রতিবন্ধী শিক্ষার্থী আমাদের এই বিদ্যালয়ে পাঠগ্রহণ করতে আসছে তাদের প্রতি আমাদের আরো বেশি যত্নবান হতে হবে। তবেই প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি পাবে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ আনোয়ারুল আজিম আনার বলেন, আমাদের সমাজে প্রতিবন্ধীরা আমাদেরই আপনজন।তাদের মধ্যে লুকায়িত প্রতিভা বিকশিত করার সুযোগ তৈরি করে দিলে সমাজ উন্নয়নে তারাও ভূমিকা রাখতে পারবে। সরকার প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে। অচিরেই প্রতিবন্ধীদের শিক্ষার সুযোগ তৈরি করা এই প্রতিষ্ঠানটি সরকারি সুযোগ-সুবিধা আওতায় আসবে বলে আমি মনে করি।তাই ধৈর্য ধরে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

error: Content is protected !!