কালীগঞ্জে পুলিশের অভিযানে চোরাই  ট্রাক ও সরঞ্জাম উদ্ধার : আটক- ৪

লেখক:
প্রকাশ: 1 year ago

হুমায়ুন কবির,কালীগঞ্জ (ঝিনাইদহ ) প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ  থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ সেপ্টম্বর  আনুমানিক ১.১৫ মিনিটের  দিকে  শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে থেকে ট্রাক  চুরির সময় রেজওয়ান হোসেন (২২) নামের এক যুবককে  হাতে-নাতে আটক করা হয় ।আটকৃত রেজওয়ান চুয়াডাঙ্গা  জেলার দর্শনা উপজেলার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে ।তার দেওয়া  তথ্য অনুযায়ী চোর চক্রের অন্যতম সদস্য আজিমপুর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে আকাশ মিয়া (২২) ও মোহাম্মদপুর এলাকার শফি মিস্ত্রীর   ছেলে রিয়াদ হোসেনকে  (২৪) চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকা থেকে আটক করে কালীগঞ্জ থানা  পুলিশ ।আটককৃত তিনজনই চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার  বাসিন্দা ।এরপর চোর চক্রের সদস্যরা চাঞ্চল্যকর তথ্য দেয় পুলিশের কাছে।  তাদের দেওয়া তথ্য অনুযায়ী  ফরিদপুর জেলার  নগরকান্দা উপজেলার যদুরদিয়া গ্রামের মৃত সুবল কর্মকারের ছেলে  অপূর্ব কর্মকার অপুকে (২৫) একটি
চোরাই ট্রাকসহ (ঢাকা মেট্রো-ট-১৮৯৩৫০) আটক করে পুলিশ ।
কালীগঞ্জ থানার এস আই সেকেন্দার আবু জাফর জানান,দীর্ঘদিন ধরে সুকৌশলে আন্তঃজেলা চোরচক্রের এই সদস্যরা সক্রিয় থেকে কালিগঞ্জ সহ আশপাশের এলাকায় প্রতিনিয়ত চুরি সংঘটিত করতো। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা তাদেরকে ধরতে সক্ষম হই। এই অভিযানে আমরা বেশ কিছু গাড়ির টায়ার এবং রিংও জব্দ করি।  চোরচক্রের এই সদস্যদের নামে একাধিক চুরির মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাহবুবুর  রহমান চোর চক্রের ৪ সদস্য আটক ও সরঞ্জামাদি (টায়ার ও রিং) উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, চোরচক্রের সদস্যরা যত কৌশল অবলম্বন করুক না কেন আমরা তাদের ধরে ফেলবো। কালিগঞ্জ থানা পুলিশ সব ধরনের চুরির ছিনতাইসহ আইন বহির্ভূত কাজ ঠেকাতে সোচ্চার রয়েছে।
error: Content is protected !!