কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত মোবারকগঞ্জ রেলস্টেশন এলাকার ছিন্নমূল শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে পথকলি নামের এক স্কুল। চলতি বছরের ১৬ অক্টোবর থেকে রেল স্টেশনের প্রধান ফটকের সামনে খোলা আকাশের নিচে চট বিছিয়ে পিচ রাস্তার উপর পরিচালিত হয়ে আসছে স্কুলটি। সপ্তাহে ১ দিন অর্থাৎ প্রতি বৃহস্পতিবার পথকলি স্কুলে সম্পূর্ণ বিনা খরচে পড়ানো হয় শিক্ষার্থীদের। স্কুলটিতে বাংলা, ইংরেজি, অংক এবং আরবি বিষয় পড়ার পাশাপাশি শিশুদের দেওয়া হয় মানুষ হবার শিক্ষা। তাদের সাথে বলা হয় মটিভেশনাল কথাবার্তা এবং সম্পূর্ণ ফ্রিতে তাদেরকে শিক্ষা উপকরণও দেওয়া হয়। এই স্কুলটিতে এখন লেখাপড়া করছে প্রায় ২৫ জন ছিন্নমূল শিশু শিক্ষার্থী।
আর কালীগঞ্জে সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের এই স্কুলটি পরিচালনা করছেন হাফেজ আবু নাঈম। সুবিধা বঞ্চিত পথ শিশুর জন্য এনবিএফ -বিডি পথকলি নামক স্কুলটি ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফোরাম এর একটি অঙ্গ সংগঠন।প্রতি বৃহস্পতিবার বেলা তিনটায় স্কুলটি শুরু হয়ে চলে প্রায় পাঁচটা পর্যন্ত।স্কুলে আসা প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হয় নাস্তা।
পথকলি স্কুলের শিশু শ্রেণীর শিক্ষার্থী রাইসা ইসলাম জানায়,এই স্কুলে স্যারেরা আমাকে বাড়ি থেকে ডেকে আনে পড়ার জন্য। আমাদের বই দিয়েছে। বাড়ি যাওয়ার সময় আবার নাস্তাও দেয়।এই স্কুলে এসে পড়তে আমার ভালো লাগে। এনবিএফ- বিডি পথকলি স্কুলের পরিচালক হাফেজ আবু নাঈম জানান,শিক্ষার আলোয় আলোকিত করে পথশিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ঝিনাইদহের কালীগঞ্জে আমরা এনবিএফ- বিডি পথকলি নামক স্কুলটি চালু করেছি। প্রাথমিকভাবে বেশ সাড়া পাচ্ছি।
আমরা চেষ্টা করছি মোবারকগঞ্জ রেলস্টেশন ও তার আশপাশের এলাকার ছিন্নমূল শিশুদের সন্ধান নিয়ে তাদেরকে এই বিদ্যালয়ে মাধ্যমে লেখাপড়া করাতে।স্কুলটিতে আসা শিশুদের দক্ষতা বৃদ্ধিতে বাংলা অক্ষর চেনানো, নিজেদের জানা, বাংলা ও ইংরেজি পড়া, ইংরেজি বর্ণমালা চেনানো, স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা, মানসিকভাবে চাঙ্গা রাখা এবং সৃজনশীল কাজে সম্পৃক্ত করাসহ নানা কার্যক্রম আমরা পরিচালনা করে যাচ্ছি।