হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের আখ সেন্টার মাঠে মঙ্গলবার বিকাল ৩ টায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারন (১ম সংশোধিত ) প্রকল্প ” এর আওতায় পালিত হলো নাবি পাট বীজ মাঠ দিবস ২০২৩ ।এবারের প্রতিপাদ্য বিষয় পাট শিল্পের অবদান ,স্মার্ট বাংলাদেশ বির্নিমান। উক্ত মাঠ দিবসে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন ,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কে এম মোঃ বাকী ,বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মুখ্য পাট পরিদর্শক মোঃ তারেক রহমান বাপ্পি এবং অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কালীগঞ্জ উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন ।নাবি পাট বীজ মাঠ দিবস অনুষ্ঠানে স্থানীয় ৭০ জন কৃষক অংশ গ্রহন করেন ।মাঠ দিবসে বক্তরা বলেন ,বিদেশী পাট বীজ ক্রয় করে প্রতারিত না হয়ে স্থানীয় কৃষকদের উৎপাদিত দেশীয় নাবি পাট বীজের মাধ্যমে পাট চাষ করার করতে হবে ।বাণিজ্যিক ভিক্তিতে পাট উৎপাদন সম্প্রসারিত হলে পাটবীজে আমদানি নির্ভরতা শূন্যের কোঠায় নেমে আসবে ।মাঠ দিবস অনুষ্ঠানটি আয়োজন করে কালীগঞ্জ উপজেলা পাঠ অধিদপ্তর ,ঝিনাইদহ ।