কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি :
“সচেতন চাষী, সমৃদ্ধ কৃষি” শ্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা
সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা
অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। উপজেলা কৃষি
অফিসার মাহবুব আলম রনি'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার ইমদাদুল হক,
কালীগঞ্জ থানার তদন্ত ওসি মানিক চন্দ্র গাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশিাত মেহেরসহ সাংবাদিক ও
বিভিন্ন এলাকার থেকে আসা প্রায় ২ শতাধিক কৃষক। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার আক্তারুজ্জামান মিয়া।