কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ৯৯ টি মন্দিরে শুরু হয়েছে দূর্গা পূজা। ৯ সেপ্টম্বর
বুধবার সকালে দেবী বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় হিন্দু ধর্মলম্বীদের
সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা ।
উপজেলা পূজা উৎযাপন পরিষদের
নেতারা জানিয়েছেন, গত বছর ৯৮ টি মন্দিরে দূর্গা পূজার আয়োজন করা হয় , এবার উপজেলা ব্যাপী
৯৯ টি মন্দিরে দূর্গা পূজার আয়োজন করা হয়েছে ।
মন্দিরগুলোতে বুধবার সকাল ৮ টা ১ মিনিটে
আমন্ত্রন ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ঢাক-ঢোল, শঙ্খ ও কাসার আওয়াজে মন্দির প্রাঙ্গন গুলো মুখরিত হয়ে উঠতে শুরু করে । কলাপাতায় ফলের পসরা , বাতাসা ও পুজার অন্যান্য সরঞ্জাম নিয়ে এ দিন সকালে পুরহিতরা মন্দিরে মন্দিরে ষষ্ঠী পুজা শুরু করেন । প্রায় ১ ঘন্টার পূজা শেষে উপস্থিত ভক্তের মধ্যে প্রসাদ বিতরনের মধ্য দিয়ে শেষ হয় ষষ্ঠী দিনের বোধন পূজা । ১৩ অক্টোবর দশমী পূজার মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দূর্গা পূজা ।
পৌর এলাকার থানাপাড়া কলেজপাড়া পুজা মন্দির কমিটির সভাপতি নয়ন দেবনাথ জানান , প্রতি বছরের মত এবারও আমাদের মন্দিরে দূর্গা পূজা পালিত হচ্ছে। আমারা এরই মাঝে পূজার সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করেছি । আশা করছি প্রতি বছরের ন্যায় এবারও সুষ্ঠভাবে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে । কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম জানান , পূজার নিরাপত্তার স্বার্থে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি ।
প্রতিটি মন্দিরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন । পূজা নির্বঘ্ন করার জন্য আমরা সার্বক্ষনিক মন্দিরগুলোতে খোজ খবর রাখছি । এ ছাড়া সেনাবাহিনীও কাজ করছে ।আশা করছেন নির্বিঘ্নে হিন্দু ধর্ম অবলম্বীদের বড় এ উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হবে।