প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:১০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ণ
কালীগঞ্জে দুই মোটরসাইকেল চুরি
হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের শামসুল হক সরদারের ছেলে মোহাম্মদ বাবুল আক্তারের ব্যবহৃত নতুন লাল কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটি গত ১৪ সেপ্টেম্বর গভীর রাতে নিজ বাড়ির গ্রিল কেটে চোর চক্রের সদস্যরা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মোটরসাইকেলটির চ্যাসিস নং হলো PSUA11CY5NTH94540 এবং ইঞ্জিন নং হলো DHXCND24752।ওই দিনই মোটরসাইকেলটি সত্ত্বাধিকারী বাবুল আক্তার কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কালিগঞ্জ থানার এসআই প্রকাশ রায় জানান, ঘটনাস্থলের লেক আইডি, সেল আইডিসহ কয়েকটি মোবাইল নাম্বারের সিডিআরের জন্য আবেদন করা হয়েছে। তাছাড়া
মোটরসাইকেল চোরাই চক্র নিয়েও আমি কাজ করছি। তদন্ত চলমান রয়েছে। এ ঘটনা একদিন যেতে না যেতেই ১৫ সেপ্টেম্বর উপজেলার হরিগোবিন্দপুর গ্রামের মৃত রহমান আলীর ছেলে মোহাম্মদ আজাদের ব্যবহৃত কালো রঙের ১১০ সিসি মোটরসাইকেলটি চাপরাইল বাজারের ইউনুসের নির্মানাধীন পাকা বাড়ির সামনে থেকে চুরি হয়ে যায়। চুরি হওয়া এই মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন নাম্বার হলো ঝিনাইদহ -হ- ৪৪৮০, ইঞ্জিন নং - JBYWJD36962 এবং চ্যাসিস নং MD2A15AY5JWD8। মোহাম্মদ আজাদও তার ব্যবহৃত বাইকটির সন্ধানের জন্য কালীগঞ্জ থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। আর এই অভিযোগটি তদন্তের দায়িত্বে থাকা এসআই আনিছুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। মোটরসাইকেলটি উদ্ধার ও চোর চক্রের সদস্যদের ধরতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
কালিগঞ্জ উপজেলায় সাম্প্রতিককালে মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা আবারো সক্রিয় হয়েছে। পর পর দুই দিনের দুইটি মোটরসাইকেল চুরির ঘটনা মোটরসাইকেল ব্যবহারকারীদের মনে আতঙ্কের সৃষ্টি করছে। সাধারণ বাইকাররা মনে করেন, কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে চোরচক্রের সকল সদস্যদেরকে গ্রেফতার করতে সক্ষম হবেন।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com