ঝিনাইদহ কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা মটর শ্রমিক ইউানয়নের সাবেক
সভাপতি শরিফুল ইসলামকে কালীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে। তার নামে পৃথক দুটি মামলা রয়েছে। সোমবার (৩০সেপ্টেম্বর )রাত ৮টার দিকে কালীগঞ্জ কোটচাদপুর সড়কের লাউতলা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ৪ আগষ্ট বিকেল ৫ টার দিকে থানা সড়কস্থ বিএনপির অফিস ভাংচুর ও পোড়ানোর ঘটনায় জাহিদুল ইসলাম বাদি হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন।
একই দিনে বিকেল ৪ টার দিকে মেইন বাসস্ট্যান্ডে পূর্বাশা কাউন্টার ভাংচুর ও পোড়ানোর ঘটনায় ২৫ আগষ্ট এ,কে,এ, খালেদ সাইফুল্লাহ বাদি হয়ে অপর মামলা করেন। এ মামলা হওয়ার পর থেকে তিনি পালিয়ে ছিলেন, অবশেষে সোমবার রাতে কালীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।বিগত সরকারের আমলে কালীগঞ্জ,কোটচাদপুর ও মহেশপুর মটর
শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম এলাকায় এবং শ্রমিক ইউনিয়নে আধিপত্ত
বিস্তার করতো।মটর শ্রমিকদের উপর জুলুম-অত্যাচার চালাত ।
সব জেনেও প্রয়াত এমপি আনোয়ারুল আজীম আনারের আসিববাদপুষ্ট হওয়ায় তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পেত না সাধারন শ্রমিকরা। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ শরিফুল ইসলামের গ্রেফতারের সত্য নিশ্চিত করেছেন।