কালীগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব

লেখক: হুমায়ুন কবির
প্রকাশ: 13 hours ago

কালীগঞ্জ,ঝিনাইদহ :

এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়”স্লোগান নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী পিঠা উৎসব হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে।

৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পিঠা উৎসবে অংশ নেয় উপজেলা শিক্ষা অফিস। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ নানা পদের পিঠাপুলি তৈরি করে তা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নামে টেবিলের উপরে সাজিয়ে রাখেন। সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম এ পিঠা উৎসবের উদ্বোধন করেন এবং পিঠার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম,পিঠা উৎসবের অংশগ্রহণকারী উপজেলা শিক্ষা অফিসার শারমিন নাসিমা বানু,কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম হাওলাদার,কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মামুনুর রশিদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দিনব্যাপী চলা এ পিঠা উৎসবে স্থানীয় নারী পুরুষ শিশু ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের সমাগম ঘটতে দেখা যায়।

আজকের সংবাদবিশেষ খবরশিরোনামসারাদেশহোম এ সম্পর্কিত আরও পড়ুন:
যশোরের অভয়নগর উপজেলায় আওয়ামী প্রচার পরিষদ এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী প্রচার পরিষদের সপ্তমতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান করেছেন অভয়নগর উপজেলা আওয়ামী প্রচার পরিষদ। আজ ১০ই মে (বুধবার) উপজেলার শংকরপাশা চৌরাস্তা সংলগ্নে অভয়নগর উপজেলা শাখার সভাপতি (প্রস্তাবিত) মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ মিনারা পারভীন। প্রধান বক্তা এডভোকেট নাসির উদ্দিন চেয়ারম্যান ৫ নম্বর শ্রীধরপুর ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী প্রচার পরিষদের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম মোল্লা ৫ নম্বর শ্রীধরপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এনামুল হক অনুষ্ঠান পরিচালনায় বি এম রাজু আহমেদ সার্বিক তত্ত্বাবধানে মোঃ ওসমান মোল্লা উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী প্রচার পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি মোঃ রাহুল হাসান জীবন এ সময় কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রাহুল হাসান জীবন বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তৃণমূল থেকে প্রচার পরিষদ কে আরো বেগম মানুষ শক্তিশালী করতে হবে।
2 years ago
error: Content is protected !!