প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৪, ৯:৩১ অপরাহ্ণ
কালীগঞ্জে তীব্র গরমে তৃষ্ণার্ত পথিকের মাঝে আলোকিত ‘৯৭ ব্যাচের ঠান্ডা শরবত বিতরণ
বৈশাখের প্রখর রোদ ও তাপমাত্রা যখন প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে তখন ক্লান্ত পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেছে উপজেলার আলোকিত '৯৭ এসএসসি ব্যাচের বন্ধুমহল। শুক্রবার (২৬ এপ্রিল) কালীগঞ্জ শহরের জনতা ব্যাংক মোড়ের তেমাথায় এমন চিত্র দেখা যায়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ উদ্বোধন করেন। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত তৃষ্ণার্ত পথিকের মাঝে শরবত বিতরণ কার্যক্রম চলে।
এই তীব্র গরমে যখন সাধারণ মানুষ হাঁসফাঁস করছে, তখন আলোকিত '৯৭ এস এসসি ব্যাচের বন্ধুমহলের মানবিক সদস্যরা নিজেদের স্বাস্থ্যের প্রতি উদাসীনতা দেখিয়ে রাস্তায় দাড়িয়ে পথচারী এবং খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মুখে তুলে দিচ্ছেন ঠান্ডা পানি দিয়ে তৈরি লেবুর সরবত। এসময় উপস্থিত ছিলেন এসএসসি আলোকিত '৯৭ ব্যাচের কামরুজ্জামান তোতা, জাহাঙ্গীর হোসেন,আজাদ, হিরো, আলমগীর লাভলুসহ অনেকে। মেয়েকে নিয়ে বাড়ি থেকে ডাক্তার দেখাতে আসা মোঃ আসলাম হোসেন বলেন, তীব্র গরমে আলোকিত '৯৭ ব্যাচের বন্ধুদের এমন উদ্যোগ আমার ভালো লেগেছে। এমন চিত্র সচরাচর দেখা যায় না। শহরের মধ্যে রিকশা চালানো শ্রমজীবী একজন মানুষ শরিফুল ইসলাম।
তিনি বলেন, এই গরমে এক গ্লাস ঠান্ডা শরবত খেতে আমাদেরকে ১০ টাকা ব্যয় করতে হয়। আজ এখানে ভাইয়েরা আমাদের ফ্রি শরবত খাওয়াচ্ছেন। এতে করে আমাদের পিপাসা মিটছে। আমি ভাইদের জন্য দোয়া করি। উপজেলার মালিয়াট ইউনিয়ন থেকে আসা মোস্তাফিজুর রহমান বলেন, তীব্র গরমে বন্ধুমহলের মানবিকতার দিকটি প্রকাশ পেয়েছে। আমি মনে করি এই উদ্যোগ সমাজের প্রতি মানুষের দায়িত্ববোধ ও মানবিকতার প্রতিফলন। তাঁদের এই মানবিক কাজ সমাজের সকল স্তরে প্রশংসা ও অনুকরণের যোগ্য।
আলোকিত '৯৭ এসএসসি ব্যাচ এর বন্ধুমহলের পক্ষে কামরুজ্জামান তোতা বলেন, তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। বাধ্য হয়ে শ্রমজীবী মানুষ নিজেদের প্রয়োজনে বাইরে বের হয়েছেন। তাদেরকে সাময়িক পিপাসা মেটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের ব্যাচের বন্ধুরা আমরা সবাই ভালো এবং মানবিক কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চাই। সকলের নিকট ব্যাচের সকল বন্ধুদের জন্য দোয়াও কামনা করেন কামরুজ্জামান তোতা।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com