কালীগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে উপজেলার একমাত্র সরকারি এই হাসপাতালটিতেই ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে ভর্তি হচ্ছেন। হাসপাতালের নিয়মিত রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। অন্যান্য রোগীদের থেকে আলাদাভাবে তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।রোগীরা মশারির মধ্যে অবস্থান করে চিকিৎসা গ্রহণ করছেন।কালীগঞ্জ হাসপাতালে খামারাইল গ্রামের ফারুক হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক গত ১৭ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন। তিনি জানান, প্রথমে আমার জ্বর হয়। আমার চোখ লাল হয়ে যায়। জ্বর না কমায় হাসপাতালে এসে পরীক্ষা করাই। এরপর ডেঙ্গু ধরা পড়ায় হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে পরামর্শ দেন চিকিৎসক। বর্তমানে আমি এখানে চিকিৎসাধীন আছি। তিনি ছাড়াও নলডাঙ্গা গ্রামের আরজু মিয়ার মেয়ে লামিয়া(১০) কালিগঞ্জ পৌর এলাকার ফয়লা গ্রামের আব্দুল গফুরের ছেলে আবু তাহের ও আড়পাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে জামাল হোসেন বর্তমানে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাজমুল ইসলাম জানান, গত কয়েক মাসেই ডেঙ্গু রোগীর সংখ্যা দেশব্যাপী বাড়েছে। তবে এ মাসে ডেঙ্গুর প্রকোপ আরও বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। কালীগঞ্জে এখন পর্যন্ত ১২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।ইতিমধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। সরকার নির্ধারিত ৫০ টাকা ফিতে ডেঙ্গু রোগ শনাক্তে পরীক্ষা করা হচ্ছে হাসপাতালে । তাছাড়া ডেঙ্গু পরীক্ষার কিটও পর্যাপ্ত রয়েছে আমাদের হাসপাতালে ।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, প্রতি বছর এ সময়ে ডেঙ্গুর প্রোকপ দেখা দেয়। এবার রোগীর সংখ্যা আগের তুলনায় বেশি।যে কারণে পৌরসভার পক্ষ থেকে মশক নিধনে স্প্রে কার্যক্রম শুরু ইতিমধ্যে শুরু করেছি । ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে পৌর এলাকায় মাইকিং এর মাধ্যমে প্রচারণাও চালানো হবে।তিনি কালিগঞ্জ পৌরবাসীকে নিজ নিজ জাইগা থেকে সচেতনতা অবলম্বন করে ডেঙ্গু প্রতিরোধে সকলের আন্তরিক সহযোগিতাও কামনা করেন।

error: Content is protected !!