কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
হাসপাতালের ইমার্জেন্সি কক্ষ।শীতের কুয়াশাচ্ছন্ন সকালে সেখানে থাকা উৎসুক কতিপয় লোক বেডে শুয়ে থাকা মুমূর্ষ ব্যক্তিটিকে দেখছেন। আর মুমূর্ষ রোগীটির কন্ঠে কাতরতা, অশ্রুসিক্ত দৃষ্টিতে চিন্তার ভাজ। সেখানে ঢুকেই জানা গেল সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে তাকে হাসপাতালে আনেন।
দুর্ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর সড়কে পাতিবিলা বটতলা নামক স্থানে। ২৪ জানুয়ারি সকাল ৭ টায় কোটচাঁদপুর থেকে ছেড়ে আসা কালীগঞ্জগামী একটি ব্যাটারিচালিত ভ্যানের সাথে কোটচাঁদপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানচালকসহ ভ্যানে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন- কোটচাঁদপুর কলেজ স্ট্যান্ডের বাসিন্দা শেরেস্তা মন্ডলের ছেলে আলী হোসেন (৬০),একই এলাকার মতিয়ার রহমানের ছেলে জয়নাল হোসেন(৫০) এবং ভদি মন্ডলের ছেলে আজিবার (৫০)।
আহতদের মধ্যে আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাহিদ হাসান জুয়েল জানান,পা হারানো আলী হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার করা হয়েছে।
আর বাকিদের এ হাসপাতালে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মামুনুর রশিদ জানান, ঘটনাস্থল থেকে সকাল সাতটা পর খবর পেয়ে আমরা সেখানে ছুটে যাই। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। অতিরিক্ত কুয়াশা এবং কর্দমক্ত ভেজা রাস্তার কারণে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়িকে চাপা দেয় বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, দুর্ঘটনায় পা হারানো আলী হোসেন একজন নলকূপ মিস্ত্রী। দুই কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে গঠিত পরিবারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। জীবিকার তাগিদে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকা সত্ত্বেও বাড়ি থেকে বের হয়ে দুর্ঘটনা কবলে পড়েন তিনিসহ অন্যান্যরা।