কালীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :
 উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ (ক্রীড়া,সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ১১ টি ইউনিয়নের ইউনিয়ন পর্যায়ে এবং একটি পৌরসভার পৌর পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় প্রত্যেক ইভেন্টে ১ম স্থান অধিকারীরা উপজেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশ নেয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণী ‘ক’- গ্রুপ এবং তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘খ’ – গ্রুপে বিভক্ত হয়ে পৃথক পৃথকভাবে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা। এ সকল প্রতিযোগীতায় ৫৪ ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। সকল ইভেন্টের ১ম স্থান অধিকারীরা জেলা পর্যায়ে প্রতিযোগীতায় কালীগঞ্জ উপজেলার প্রতিনিধিত্ব করবে। সকাল দশটায় অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন এবং উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)মোঃ মাহমুদ হাসান।
এসময়  সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
error: Content is protected !!