হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার যশোর রোডস্থ ডায়বেটিক হাসপাতালের পাশে আব্বাস আলীর আলম সাধু গ্যারেজ থেকে চোরাই ১ টি আলম সাধু উদ্ধার করেছে কালিগঞ্জ থানা পুলিশ। গত কাল শুক্রবার বেলা ২ টার দিকে কালিগঞ্জ থানা পুলিশ আলম সাধু গ্যারেজ মালিক আব্বাস আলীকে আটক করে এবং তার গ্যারেজে থাকা চোরাই আলম সাধুটি উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে যায়।জানা যায়,গ্যারেজ মালিক আব্বাস আলী ৩ জুলাই এই আলম সাধুটি ২৪ হাজার টাকার বিনিময়ে পূর্বপরিচিত কয়েকজনের সাথে দরকষাকষির মাধ্যমে ক্রয় করেন। এ সময় তিনি স্ট্যাম্পে একটি চুক্তিপত্র ও বিক্রেতাদের কয়েকজনের ছবিও তুলে রাখেন। এদের মধ্যে প্রধান হলেন ত্রিলোচনপুর ইউনিয়নের সাহাপুরের শরিফুল ইসলামের ছেলে আনারুল। তার সহযোগী হিসেবে রয়েছে একই গ্রামের রানা মিয়ার ছেলে সিপন,ছোট ঘিঘাটি গ্রামের আমজেদ বিশ্বাসের ছেলে সাইদুল,এই গ্রামের অমেদুলের ছেলে জীবন, সাবেদুল,ইয়াদুল ও ইসমাইল। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের করম আলীর আলম সাধুটি গত ৩ জুলাই মহেশপুরের নাটিমা গ্রাম থেকে কাঠের গুড়া বোঝায় অবস্থায় সকাল ১০ টার দিকে চুরি হয়ে যায়।এ ব্যাপারে তিনি বাদি হয়ে মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। চোরদের মধ্যে আলম সাধু বিক্রির অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন সেন্টুর সহযোগিতায় তাদের পরিচয় এবং চোরাই আলম সাধুটির অবস্থান সনাক্ত করা সম্ভব হয়। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ল্ড ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন সেন্টু বলেন, আমার গ্রামের কয়েকজন এই চুরির ঘটনার সাথে জড়িত থাকার খবর পেয়ে পুলিশের সহায়তায় গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশিত করেছেন।