হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি:
চুরি-ছিনতাই-মাদক ডাকাতিসহ নানা অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে
মাঠে নেমেছে কালীগঞ্জ থানা পুলিশ। বৃহঃবার (৩১ আগষ্ট) রাত সাড়ে ৮টার
দিকে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপুর সভাপতিত্বে
দোলালমুন্দিয়া বাজারের পাশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝিনাইদহ
পুলিশ সুপার আজিম-উল-আহসানের নির্দেশনায় ‘পুলিশ-জনতার যৌথ
পাহারা’ কার্যক্রম শুরু করা হয়েছে। এ সময় রায়গ্রাম ইউনিয়নে পুলিশের
সঙ্গে নিয়োজিত গ্রাম পুলিশসহ পাহারার দায়িত্ব পালনকারী জনতাকে
বিশেষ পোশাক, লাঠি-বাঁশি বিতরণ করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ঝিনাইদহ সদর সার্কেল মীর আবিদুর রহমান,রায়গ্রাম ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আলী হোসেন অপু,কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)
মাহাবুবুর রহমান মীনা,কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র
গাইন,এস আই শামিম, ইউপি সদস্য ইমন মাহামুদ ইকবালসহ আরো অনেকে। সভা পরিচালনা
করেন এএসআই বাবুল আক্তার।
এ সময়ে মীর আবিদুর রহমান জানান, জনগণের সহযোগিতা ছাড়া যে
কোনো অপরাধ পরিপূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয়। যেহেতু পুলিশের
জনবল স্বল্পতা রয়েছে, তাই পুলিশ-জনতা মিলে আমরা এভাবে পাহারার ব্যবস্থা
করেছি। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি ও জনসাধারণের অংশগ্রহনে সুন্দর সমাজ
গঠন করা সম্ভব।