শনিবার সকালে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে কারামুক্ত প্রায় ৬০ জন নেতকর্মীকে এ সংবর্ধনা প্রদান করা হয় । এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মাহাবুবার রহমানের সভাপতি সংবর্ধনা ও প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আন্দোলন-সংগ্রামে থেকে যারা জেলে গিয়েছেন তাদের এই ত্যাগে দেশের মানুষ সাড়া দিয়েছে। মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির আন্দোলন সফল হয়েছে। দেশের সাধারণ মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় আওয়ামী লীগের পরাজয় হয়েছে। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলন চলছে এবং চলবে।