প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৪, ৩:৪৭ অপরাহ্ণ
কালীগঞ্জে এমপি আনারের সন্ধ্যান ও সুস্থতা কামনায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে দোয়ার আয়োজন
হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ১৪ মে থেকে নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তার সন্ধ্যান ও সুস্থতা কামনায় কালিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়ার অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
২১ মে মঙ্গলবার সকালে পাঠদান শুরুর আগেই দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সন্ধ্যান ও সুস্থ শরীরে কালিগঞ্জ বাসীর মাঝে ফিরে আসার জন্য সকলকে সৃষ্টিকর্তার নিকট দোয়া করতে দেখা যায়। সরেজমিনে কালিগঞ্জের একমাত্র সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ে যেয়ে দেখা যায়, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা মিলে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
এ সময় সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল আলীমকে উপস্থিত থাকতে দেখা যায়। এছাড়াও খোঁজ নিয়ে জানা যায়,উপজেলার সুন্দরপুর দাখিল মাদ্রাসা, আবু বক্কর বিশ্বাস মকসেদ আলী মহিলা আলিম মাদ্রাসা, শোয়াইব নগর কামিল মাদ্রাসা, ষাটবাড়িয়া হক্কুল হুদা আলিম মাদ্রাসা,বিএসবি সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও হাট বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সুস্থতা ও সন্ধ্যান কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।উল্লেখ্য, নিখোঁজ এই সংসদ সদস্য ১২ মে দর্শনা বর্ডার হয়ে ভারতে প্রবেশ করেন।
১৪ মে থেকে সংসদ সদস্যের সাথে তার পরিবার, নিকটজন এবং দলীয় নেতাকর্মীরা কোনভাবেই যোগাযোগ করতে পারছেন না। সরকার দলীয় সংসদের নিখোঁজ হাওয়ায় পরিবার, দলীয় নেতাকর্মীসহ কালিগঞ্জ উপজেলার সাধারণ জনগণের মনে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com