প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১০:১১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৮, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ
কালীগঞ্জে এবার ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব পালন করছে ছাত্ররা
ঝিনাইদহের কালীগঞ্জে এবার ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব পালন করছে ছাত্ররা। বৃহস্পতিবার সকাল থেকে শহরের ব্যস্ততম বিভিন্ন স্পট গুলিতে তারা যানবাহন চলাচলে শৃংখলা নিয়ন্ত্রনের দ্বায়িত্ব পালন করে। শহরের মেইন বাসষ্টান্ড, থানার সামনে
ও বড় বাজার কালীবাড়ী মোড়ে ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব পালন করতে দেখা গেছে।
এ সময় কিছু সংখ্যাক আনছার সদস্যরাও ছাত্রদের সাথে ছিলেন। সেচ্ছায় এমন দ্বায়িত্ব পালন করায় সাধারন জনতা তাদেরকে ছাত্রদেরকে বাহবা অভিনন্দন
জানিয়েছেন।শহরের মেইন বাসষ্টান্ডে মুখে বাশি নিয়ে ট্রাফিক পুলিশের মত দ্বায়িত্ব পালনরত সরকারী নলডাঙ্গা ভ’ষন বিদ্যালয়ের ছাত্র বিএনসিসির মাহিম জানায়, পুলিশের কোন সদস্য এখন রাস্তাতে নামছে না।
এতে সড়কে শৃংখলা ভেঙ্গে যানজটে সাধারন
মানুষকে দূর্ভোগ পোহাতে হচ্ছিল। এজন্য তারা সেচ্ছায় সড়কে নেমে এসে যানবাহন চলাচলে শৃংখলা নিয়ন্ত্রনের কাজ করছে।
এছাড়াও অভিজ্ঞ স্কাউট লিডার গনমাধ্যমকর্মী মিশন আলী তার নিজ অভিজ্ঞতার আলোকে ছাত্রদের সাথে যোগ
দিয়ে দিক নির্দ্দেশনা ও সহযোগিতা করতে দেখা গেছে।সরকারী নলডাঙ্গা ভূষন হাইস্কুলের বিএনসিসি’র শিক্ষক শামিম হোসেন জানান, সেচ্ছাসেবক হিসাবে বিএনসিসির ছাত্ররা সড়কে যানজট নিয়ন্ত্রনে রাস্তাতে নেমেছে। তিনি ছাত্রদের পরিচালনা ও দিক নির্দ্দেশনা দিচ্ছেন।
এইচ কে / নিউজ বিডি জার্নালিষ্ট ২৪
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com