কালীগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

লেখক: Champa Biswas
প্রকাশ: 2 months ago

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মনির হোসেন সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৬ অক্টোবর) শহরের কোটচাঁদপুর সড়কের বিহারীমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার বিকেলে সুমনকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপি’র পার্টি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা হয়।

ওই মামলাগুলোতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

error: Content is protected !!