প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৪:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৩, ১:৪৪ অপরাহ্ণ
কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়া এলাকা থেকে
ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় ঘর তল্লাসি করে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার
অভিযানের কৌশল নিয়ে অসুষ্টি প্রকাশ করেন পরিবারসহ স্থানীয়রা।
সোমবার দুপুর ১২ টার দিকে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শহরের মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়া এলাকার জুয়েল
রানা ও তার স্ত্রী নাসরিন বেগম। তবে অভিযানের সময় উপস্থিত সাংবাদিকদের
জুয়েল রানা বলেন, তাকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে। এবং বাড়ি ঘরে
ঢুকে সিসি ক্যামেরা ভাংচুর করা হয়।
গত ২১ জুন তারিখে উপপরিদর্শক আলতাফ হোসেনের নেতৃত্বে একাটি
অভিযান দল ঢাকালে পাড়ার বাড়িতে অভিযান পরিচালনা করে নগদ ৭৪ হাজার
টাকা গ্রহন করে এবং ১৭ পিচ ইয়াবা দিয়ে এক হোটেল কর্মচারীকে
গ্রেফতার করে। এ বিষয়কে কেন্দ্র করে ৯ আগষ্ট জুয়েল রানা বাদি হয়ে
ঝিনাইদহে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট কালীগঞ্জ আদলতে
ঝিনাইদহ মাদক দ্রব্য অধিদপ্তরের উপপরিদর্শক আলতাফ হোসেনসহ আট জনের
বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন। যে মামলা তদন্তধীন রয়েছে।
ঝিনাইদহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক
মজুমদার জানান, মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়া এলাকার চিহ্নিত মাদক
ব্যবসায়ী জুয়েল রানার বাড়িতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা
হয়েছে। এ সময় জুয়েল রানার স্ত্রীকেও আটক করা হয়েছে। তাদের
স্বীকারোক্তি মোতাবেক ঘর থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের
বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com