ঝিনাইদহের কালীগঞ্জে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও
শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। রবিবার সকাল থেকে
তারা দলীয় কার্যালয়ে অবস্থান করছেন।
দুপুর ১২ টার দিকে শহরের কোটচাঁদপুর সড়কের প্রধান দলীয় কার্যালয় থেকে একটি
বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার
একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসরাইল হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান
বিজু, জেলা আওয়ামী লীগের সদস্য কাজী নাসিম আল মোমিন রুপক, কালীগঞ্জ উপজেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন, সহ সাধারণ সম্পাদক মতিয়ার রহমান
মতি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আমিনুর রহমান তপুসহ অন্যান্যরা। এছাড়াও
যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতাকর্মীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। অপরদিকে আওয়ামী লীগের একাংশ পৌর আওয়ামী লীগের ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলটি ও শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দুই পক্ষের মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা, এ দেশে কোন নৈরাজ্য করলে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে মোকাবেলা করা
হবে। এক দফা আন্দোলনের নামে কোন অরাজকতা করলে বিএনপিকে কোন ছাড় দেওয়া হবে
না বলেও হুশিয়ারি দেন নেতারা।