কালীগঞ্জের শীর্ষ প্রতারক কবির পুলিশের জালে

লেখক: Rakib hossain
প্রকাশ: 8 months ago

হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: 
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ কবির হোসেন (৩৫) নামের এক শীর্ষ প্রতারককে
আটক করেছে। নড়াইল সদর থানা পুলিশের সহায়তায় গত শুক্রবার রাতে তাকে আটক
করে থানায় নিয়ে আসা হয়। সে মেজর, র‌্যাব, ডিবি পুলিশ, চাকুরিদাতাসহ বিভিন্ন পরিচয়ে সাধারন মানুষের সাথে দীর্ঘদিন ধরে প্রতারনা করে আসছিল।
আটক প্রতারক কবির হোসেন উপজেলার ছোট-ঘিঘাটি গ্রামের শাহাজান বিশ্বাসের ছেলে।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই প্রকাশ রায় জানান, আটক কবির একজর বড় মাপের প্রতারক। সে অধিকাংশ সময় নিজেকে সেনাবাহিনির মেজর পরিচয় দিয়ে থাকে। সে কালীগঞ্জ থানার একটি প্রতারনার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
গত শুক্রবার রাতে নড়াইল সদর থানা পুলিশের সহায়তায় তাকে আটক করে নিয়ে আসা হয়। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।বর্তমানে তার নামে বিভিন্ন থানায় ৫টি প্রতারনার মামলা রয়েছে বলেও জানান তিনি।
error: Content is protected !!