হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের দাবিতে ২৬ সেপ্টেম্বর কেন্দ্রঘোষিত খুলনা বিভাগের রোডমার্চে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ সপরিবারে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন। রোডমার্চে বিএনপি নেতা হামিদুল ইসলামের একমাত্র কন্যা হুমায়রা জান্নাত প্রার্থনাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবরণের প্রতিকী সাজসজ্জা নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়। প্রার্থনাকে জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের বেশভূষায় নিজেকে সজ্জিত করে কাঠের তৈরি চারপাশের শিকল দ্বারা অস্থায়ীভাবে পিকআপের উপরে নির্মিত প্রতীকী কারাগারের মধ্যে ধানের শীষের তোড়া নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা যায়। প্রতীকী কারাগারের শিকের উপরে খালেদা জিয়ার মুক্তি চাই লেখাও নেতাকর্মীদের দৃষ্টিতে পড়ে।রোডমার্চে অংশগ্রহণকারী নেতাকর্মীরাও ছোট্ট এই শিশু কন্যার মাঝে তাদের দলের সর্বোচ্চ নেতার প্রতিচ্ছবি দেখতে পেয়ে উজ্জীবিত হন। এ সময় নেতাকর্মীদেরকে "মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই "স্লোগান দিতে দেখা যায়। রোডমার্চ উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত সমাবেশ শেষে বাস, মাইক্রোবাস, প্রাইভেট, ট্রাক, পিকআপ, মোটরসাইকেল খুলনার উদ্দেশ্যে যাত্রা করে। এসময় খোলা পিকাপে অস্থায়ী কারাগারের মধ্যে মা-বাবার সাথে হুমায়রা জান্নাত প্রার্থনাকেও যেতে দেখা যায়। উল্লেখ্য, ঢাকা স্কলার্স স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণীর এই মেধাবী শিক্ষার্থী কিছুদিন আগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে "বাংলাদেশের অভ্যুদয় ও জিয়াউর রহমান শীর্ষক" রচনা প্রতিযোগিতায় সারাদেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছিল। শুধু তাই না এই বয়সে বাবা-মায়ের হাত ধরে প্রার্থনা জাতীয়তাবাদী দলের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত যোগদেন।
বেগম খালেদা জিয়ার মতো করে সেজে রোডমার্চে অংশগ্রহণ করা হুমায়রা জান্নাত প্রার্থনার সাথে কথা বলে জানা যায়, বাবা জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকাই ছোটবেলা থেকেই জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে তিনি চেনেন।বেগম খালেদা জিয়াকে তিনি অত্যন্ত ভালোবাসেন। বর্তমানে প্রিয় নেত্রীর মুক্তির জন্যই তিনি মা ও বাবার সাথে প্রতীকী কারাগারের অবস্থানপূর্বক রোডমার্চে অংশগ্রহণ করেছেন। এসময় নেত্রীর সুস্থতা ও মুক্তির দাবি করেন খুদে এই সমর্থক।
বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের স্ত্রী ও হুমায়রা জান্নাত প্রার্থনার মা পিংকি ইসলাম বলেন, কেন্দ্র ঘোষিত রোডমার্চে আমরা সপরিবারে অংশগ্রহণ করেছি। আমার একমাত্র মেয়ে রোদ ও গরমে কষ্ট সহ্য করে অনেক উৎসাহ নিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে শরিক হয়েছে। আমিও সরকারের পদত্যাগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানাই।
হুমায়রা জান্নাত প্রার্থনার বাবা কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন,আমার একমাত্র কন্যার ছোটবেলা থেকেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। যে কারণে সে ঢাকা থেকে আমার ও তার মায়ের সাথে আজকের রোডমার্চে অংশগ্রহণ করেছে। রাজপথে আমার একমাত্র ছোট্ট শিশু কন্যার মুখে উচ্চারিত হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির স্লোগান। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তির কাছে অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকারের নিপাত হবে। আমাদের মাতৃতুল্য নেত্রী মুক্ত হবেন।