হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে ছাগল ও ভেড়ার প্রাণঘাতি সংক্রামক পিপিআর রোগ মুক্তকরণের টিকাদান কর্মসূচী স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এর উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকালে পৌর এলাকার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল এবং নিয়ন্ত্রণ প্রকল্প
এর আওতাই কালিগঞ্জ উপজেলায় পিপিআর টিকা প্রদান কার্যক্রম চালু উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর রুবেল হোসেন সহ স্থানীয় ছাগল ও ভেড়া পালনকারী খামারিরা। অনুষ্ঠান শেষে খামারীদের আনা ছাগল ও ভেড়ার সম্পূর্ণ ফ্রি পিপিআর ভ্যাকসিন দেওয়া হয়।
উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ওয়ার্ডভিত্তিক ১০৮টি ভ্যাকসিনেশন ক্যাম্পের মাধ্যমে এ বছর শুধু কালীগঞ্জে ১ লাখ ৭০ হাজার ছাগল, ভেড়াকে প্রাণঘাতি সংক্রামক রোগ পিপিআর মুক্তকরণের টিকা দেওয়া হবে। এ কর্মসূচি আগামী ৯ অক্টোবর পর্যন্ত কালীগঞ্জসহ সারাদেশে একযোগে বাস্তবায়িত হবে ।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রেজাউল করিম বলেন, পিপিআর মারাত্মক ভাইরাস জনিত রোগ। এ রোগে আক্রান্ত হলে সাধারণত ছাগল ও ভেড়া ৪০ থেকে ৯০ ভাগই মারা যায়। এ রোগের চিকিৎসা নেই। ভ্যাকসিন প্রদান একমাত্র প্রতিকারের উপায়। খামারিদের ছাগল ও ভেড়াকে অবশ্যই এ রোগের জন্য ভ্যাকসিন দিয়ে নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বলেন, বাংলাদেশ সরকার প্রাণিসম্পদ রক্ষার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে ছাগল ভেড়ার জন্য পিপিআর ভ্যাক্সিনেশন কার্যক্রম অন্যতম একটি উদ্যোগ। আমাদের বাড়িতে পোষা ছাগল ভেড়াকে এই রোগ থেকে রক্ষা করার জন্য ভ্যাকসিন দেওয়ার কোন বিকল্প নেই। উপজেলা প্রাণিসম্পদ অফিসের সাথে যোগাযোগ করে খামারিদের নিজ নিজ ছাগল ও ভেড়ার ভ্যাকসিন গ্রহণের আহ্বানও জানান তিনি।