কালিহাতীতে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ উৎসব ২০২৩

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোঃ বুলবুল হোসেন:

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাজমুল হুসেইন এর সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেহাব উদ্দিন আরো উপস্থিত ছিলেন পরিবেশবাদি সংগঠন সবুজ পৃথিবী কালিহাতী শাখার সভাপতি মোঃ বুলবুল হোসেন,সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাদ্দাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলাম,সহ-সভাপতি শেখ নজরুল বিন ইব্রাহিম, যুগ্ন-সম্পাদক মোঃ জাহাংগীর আলম,যুগ্ন সম্পাদক মোঃ আব্দুল জব্বার, অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক তন্ময় কুমার পাল,মহিলা বিষয়ক সম্পাদক লিজা আক্তার মালা ও কার্যকরী সদস্য ডা. মোঃ উজ্জল সিকদার প্রমূখ। মোঃ আসাদুল ইসলাম রাজু,মোঃ ইব্রাহিম খলিল ,মোঃ মশিউর ইসলাম ,মিনহাজ উদ্দিন,মোঃ সুজন মিয়া,মোঃ জহিরুল ইসলাম,ডাঃ মোঃ হুমায়ুন কবির,মোঃ সাইফুল ইসলাম সামি,মোঃ সেলিম আহমেদ,মোঃ হাসান আহমেদ,মোঃ ইউসুফ আলী। আরো উপস্থিত ছিলেন ভিন্ন সংগঠনের সম্মানিত ব্যক্তিরা।

সবুজ পৃথিবী কালীহাতী উপজেলার সভাপতি মোঃ বুলবুল হোসেন আরো বলেন,আমরা সবাই জানি পরিবেশ ও মানুষের মধ্যে একটি নিবিড় যোগসূত্র রয়েছে। সভ্যতার বিবর্তনের সাথে সাথে মানুষ যেমন একটু একটু করে তার পরিবেশ গড়ে তুলেছে, তেমনি সভ্যতার চরম লগ্নে এসে সেই মানুষই আবার তার পরিবেশকে নানা উপায়ে ধ্বংস করে চলেছে। ফলস্বরূপ, মানবসভ্যতা আজ চরম হুমকির সম্মুখীন। পরিবেশ দূষণের জন্য একটি-দুটি নয়, অগণিত কারণ রয়েছে। তবে পরিবেশ দূষণের সবচেয়ে বড় কারণ হলো সচেতনতার অভাব। অন্যদিকে, পৃথিবীতে প্রতি মুহূর্তে জনসংখ্যা বাড়ছে, কিন্তু বাড়ছে না প্রকৃতি প্রদত্ত সম্পদ। সে কারণে সীমিত প্রাকৃতিক সম্পদের ওপর চাহিদার চাপ পড়ছে প্রচণ্ডভাবে । বাড়তি জনসংখ্যার চাহিদা পূরণের জন্য মানুষ নির্মম হাতে ধ্বংস করছে বনজ সম্পদ। এতে করে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে উদ্ভিদজগৎ, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণিজগৎ। এ দ্বি-জগতের ক্ষতিসাধনের ফলে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য এক সংকটজনক অবস্থায় এসে পৌঁছেছে।কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাজমুল হুসেইন এর নির্দেশে পুংলি গ্রামে আশ্রয়ণ প্রকল্পে যাওয়া হয়। সেখানে গিয়ে কালিহাতী উপজেলা সবুজ পৃথিবীর সকল সদস্যগণ নিয়ে বৃক্ষরোপণ করা হয়।কালিহাতী উপজেলা চত্বরে ও বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আশ্রয়ন প্রকল্পের সভাপতি মোঃ শাহাদাত হোসেন, আশ্রয়ন প্রকল্পকে অন্য সদস্য গন। সুষ্ঠু ও সুন্দরভাবে বৃক্ষরোপণ উৎসব পালন করা হয়।

error: Content is protected !!