![](https://newsbdjournalist24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
আরিফা হক গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বুধবার দুপুরে কালিয়াকৈরের চা বাগান কাজী ছাইয়েদুল আলম উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচির আয়োজন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী ছাইয়েদুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ ও গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জনি।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেন ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।