কালিগঞ্জে এসএসসি ব্যাচ ০৬ এর আয়োজনে তাপদাহে ব্যতিক্রমী আয়োজন

লেখক: Rakib hossain
প্রকাশ: 7 months ago

হুমায়ুন কবির কালীগঞ্জ,(ঝিনাইদহ) :

ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলা এসএসসি বাধাহীন ০৬ ব্যাচ এর সার্বিক সহযোগিতায় তীব্র তাপদাহে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, শরবত ও খাবার স্যালাইন ও ছাতা বিতরণের এক ব্যতিক্রমী আয়োজন করা হয়।

বুধবার শহরের মুরগি হাটা মোড়ে এসএসসি ২০০৬ ব্যাচের বিভিন্ন সদস্যকে নিয়ে তাপদাহে ঘর থেকে বের হওয়া শ্রমজীবী রিকশা,ভ্যানচালক ও সাধারণ মানুষের মাঝে প্রচন্ড গরমের কিছুটা প্রশান্তি দিতে বিশুদ্ধ পানি, শরবত,খাবার স্যালাইন ও ছাতা বিতরণ করেন।এসময় ১৫ জন সদস্য উপস্থিত ছিলেন এসএসসি বাধাহীন ০৬ ব্যাচের।

পানি পানকারী রিকশা চালক শহিদুল জানান, প্রচন্ড গরমে বাধ্য হয়ে পরিবার-পরিজনের কথা চিন্তা করে রিকশা চালাতে বের হয়েছি। আপনাদের দেওয়া ঠান্ডা শরবত ও স্যালাইন পানি খেয়ে আমার তৃষ্ণা মিটলো,তৃপ্তি পেলাম এই ছাতাটা পেয়ে আমি রোদ থেকে নিজেকে বাঁচিয়ে রিক্সা চালাতে পারব । এ ধরনের মহৎ কাজ করায় দোয়া রইল।

বাধাহীন ০৬ ব্যাচের সদস্য মিশন আলী জানান,আমরা আমাদের এই নিজস্ব অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিন্দুমাত্র চেষ্টা করেছি, জানিনা এতে তাদের কতটুকু উপকার হবে। তবে আমাদের এই এসএসসি ২০০৬ ব্যাচ চেষ্টা করবে সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

error: Content is protected !!