কালিগঞ্জের এমাস ফুট ওয়ার লি.কে জেলার সেরা পাট পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি
লেখক:
Rakib hossain প্রকাশ: 9 months ago
হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ :
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত ফেমাস ফুড অয়েল লিমিটেড ঝিনাইদহ জেলার সেরা পাট পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার লাভ করে।ঝিনাইদহ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় পাট দিবস -২০২৪ উপলক্ষে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) রথীন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভাই সম্মাননা স্মারক এর ক্রেস্ট তুলে দেওয়া হয় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল হক রাসেলের হাতে।
এসময় আরো উপস্থিত ছিলেন মো: সেলিম রেজা পিএএ নির্বাহী কর্মকর্তা,ঝিনাইদহ জেলা পরিষদ,ঝিনাইদহ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুল বাকী, কালীগঞ্জ উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন সহ জেলার বিভিন্ন উপজেলার পাট চাষিরা। এমাস ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল হক রাসেল তার প্রতিক্রিয়ায় বলেন, জাতীয় পাট দিবস ২০২৪ এর প্রতিপাদ্য বিষয় “বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সম্মানিত পাট চাষীদের পাশে থাকতে হবে।
উন্নত বীজ ও চাষ পদ্ধতির মাধ্যমে ভালো মানের পাট উৎপাদন করতে পারলে বহির্বিশ্বে পাটজাত পণ্য রপ্তানি করে ভালো মুনাফা অর্জন করা সম্ভব। এতে করে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। তাই আমাদের উচিত বেশি বেশি পাট চাষ করা।সেরা পাট পণ্য উৎপাদনকারী হিসেবে আমার প্রতিষ্ঠানকে সম্মানিত করাই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলা প্রশাসনের কাছে।