কাজী ফয়জুর রহমান স্যারের সমাধি সৌধ শুড উদ্বোধন

লেখক: Champa Biswas
প্রকাশ: 4 days ago

মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধিঃ

শ্রীপুরের হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমান স্যারের সমাধি সৌধ শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে ।

১৫ নভেম্বর শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে স্যারের সমাধি স্থলে সমাধি সৌধ নির্মাণ কাজ শুভ উদ্বোধন ঘোষণা করেন,বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন এর সুযোগ্য সাধারণ সম্পাদক প্রকৌশলী সাইফুল ইসলাম শহীদ ও সংগঠনের সভাপতি সাবেক প্রিন্সিপাল নিজাম উদ্দিন ।

উপস্থিত অনেকেই নিজ হাতে কোদাল দিয়ে খুড়ে উদ্বোধন কাজে অংশ নেন।

সমাধি সৌধে‌ উদ্বোধনীতে উপস্থিত ছিলেন,বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষক- কাজী হাফিজ , হেমেন্দ্রনাথ সাহা, নির্মলেন্দ সাহা,কান্তি ভূষণ বিশ্বাস,কাজী সাখাওয়াত হোসেন, সন্ধ্যা রানী সাহা, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক কাজী ইমাম, বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক নোয়াবুল ইসলাম,শ্রীপুর সরকারি কলেজের প্রিন্সিপাল নির্মল কুমার সাহা,

বিদ্যালয়ের সহকারি শিক্ষক, উৎপল কুমার রায়, মহাসিন ,স্যারের ছোট ছেলে-অলি রহমান, বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এড• কাজী রেজাউল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সাবেক সহকারী প্রধান শিক্ষক রবি কুন্ডু , প্রাথমিক প্রধান শিক্ষক শরাফত শেখ, কাজী হাবিবুর রহমান মিনার , স্যারের ভাগ্নে প্রাক্তন শিক্ষার্থী নুরুল হুদা মুকুল প্রমুখ ,এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্যবৃন্দ সহ স্যারের শুভাকাঙ্ক্ষী প্রাক্তন শিক্ষার্থীর অনেকেই উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য- অনুষ্ঠানে উপস্থিত শতভাগ ব্যক্তিই মরহুম কাজী ফাইজুর রহমান স্যারের প্রাক্তন শিক্ষার্থী।

error: Content is protected !!